চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা স্থগিত


প্রকাশিত: ০২:১১ এএম, ১০ এপ্রিল ২০১৫

চট্টগ্রামের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আয়োজক কমিটিকে চিঠি দিয়ে অনুষ্ঠান স্থগিত করার নির্দেশ দেন জেলার রিটার্নিং অফিসার আবদুল বাতেন।

অনুষ্ঠান স্থগিত ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।  

প্রসঙ্গত, বিশ্বকাপ ক্রিকেটে অভাবনীয় সাফল্য অর্জন করায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়ার আয়োজন করেছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার বিকেলে আউটার স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত থাকারও কথা ছিল।

এ উপলক্ষে বুধবার দুপুর ১টায় এম এ আজিজ স্টেডিয়ামের বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও সাইফুল আলম বাবুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ক্রীড়াঙ্গন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্ববায়ক আবুল হাশেম ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু।

এছাড়া আরও উপস্থিত থাকার কথা ছিল আমিনুল ইসলাম, শাহাজাদা আলম আল্লামা মো. ইকবাল, আব্দুল হান্নান আকবর, অহিদ সিরাজ স্বপন, সৈয়দ আবুল বশর, নোমান আল মাহমুদ, আসলাম মোর্শেদ, মসিহ সালাম, মো. ইউসুফ, মকসুদুর রহমান বুলবুল, লোকমান হাকিম, প্রবীন ঘোষ, দিদারুল আলম, শর্মিষ্ঠা রায়, আবু সৈয়দ মাহমুদ, মঞ্জুর আলম মঞ্জু, এএসএম সাইফুদ্দিন, ফজলে বারী খান রুবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও এনামুল হক প্রমূখেরও।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।