পাঞ্জাবের জয়, মুম্বাইয়ের টানা দ্বিতীয় হার


প্রকাশিত: ০৭:০২ পিএম, ১২ এপ্রিল ২০১৫

মুম্বাই ইন্ডিয়ান্সের টানা দ্বিতীয় হার আর জর্জ বেইলির অর্ধ শতকে কিংস ইলেভেন পাঞ্জাবের ১৮ রানে জয় হলো রোববারের আইপিএল ম্যাচে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রান করে পাঞ্জাব। 

সর্বোচ্চ ৬১ রানে অপরাজিত থাকেন বেইলি। ৩২ বলে খেলা তার অধিনায়কোচিত ইনিংসটি ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ ৩৬ ও মুরালি বিজয় ৩৫ রান করেন। এই দুই জনের ৬০ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অতিথিরা। 

মুম্বাইয়ের হরভজন ও লাসিথ মালিঙ্গা দুটি করে উইকেট নেন। জবাবে ৭ উইকেটে ১৫৯ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।

২৫ রানে চার উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল অম্বাতি রাইডু (১৩)। ৫৯ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়া মুম্বাইয়ের আশা জাগিয়েছিলেন হরভজন ও জগদিশ সুচিত। তবে ১০০ রানের জুটি গড়েও দলের হার এড়াতে পারেননি তারা।

শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে হরভজন। তার ২৪ বলের ইনিংসটি ৬টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ। ৩৪ রানে অপরাজিত থাকেন সুচিত।

পাঞ্জাবের মিচেল জনসন, আকসার প্যাটেল ও অনুরিত সিং দুটি করে উইকেট নেন। তবে তাদের প্রথম জয়ে দারুণ অবদান রাখেন ৪ ওভারে মাত্র ১২ রানে এক উইকেট নেয়া সন্দিপ শর্মা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।