ঘুরে দাঁড়াবে পাকিস্তান : আজাহার আলি


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৮ এপ্রিল ২০১৫

রেকর্ডময় ম্যাচে জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে অবসান হলো দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপের পর আর পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে সেই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ দল।
 
নিজেদের প্রথম ম্যাচে হারের পর ব্যাটিং-ফিল্ডিংয়ের পর বাজে বোলিং বিভাগ নিয়ে চিন্তিত পাকিস্তানের নতুন অধিনায়ক আজাহার আলি। তবে, বাকি দুই ওয়ানডে জিতে সিরিজটি নিজেদের করে নিতে মরিয়া পাক এই অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আজাহার আলি বলেন, ৩০০ এর বেশি রান তাড়া করা কখনোই সহজ নয়। এছাড়া আমাদের দলটাও এখন অনভিজ্ঞ। তবে, অনভিজ্ঞতা নয়, বাজে বোলিং ও ফিল্ডিংয়ের জন্য হারতে হয়েছে আমাদের। বিশেষায়িত পঞ্চম বোলারের অভাব বেশ ভুগিয়েছে আমাদের।

তবে, আবারও আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।