সিরিজের শেষ ম্যাচে নেই রাহাত আলী
ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না পাকিস্তানের তারকা বোলার রাহাত আলী। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন রাহাত আলী।
সূত্র জানায়, সফরে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে রাহাত আলী ইনজুরিতে পড়লো। এর আগে সোয়েব মাকসুদ, ইয়াসির শাহ, সোহেল খান এবং এহসান আলী ইনজুরির কবলে পড়েন।
তবে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা জানিয়েছেন, রাহাত আলীর ইনজুরি এতোটা সিরিয়াস নয় যে তাকে দেশে ফেরত পাঠাতে হবে।
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ মতে আপাতত অনুশীলন থেকে বিরত আছেন রাহাত আলী। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
বিএ/এমএস