টিকিট বিক্রিতে নতুন নিয়মে বিসিবি


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২২ এপ্রিল ২০১৫

টিকিট বিক্রিতে নতুন নিয়ম আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামে টাইগারদের খেলা দেখতে টিকিট কেনার জন্য ভক্তদের হয়রানি কমাতে এ উদ্যোগ নিয়েছে বোর্ড। আসন্ন হোম সিরিজগুলোতে এ নতুন নিয়ম চালু করা হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সের কারণে, তৃতীয় ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে বহুগুণ। তবে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে তাদের যেমন পোহাতে হয়েছে ভোগান্তি, তেমনি অনেকেই অনিয়মের অভিযোগ করেন।

ইউসিবি ব্যাংকের চারটি শাখা থেকে টিকিট বিক্রি করা হলেও, শুধুমাত্র মিরপুর শাখা থেকেই সরাসরি টিকিট বিক্রি করা হচ্ছে। তবে টিকিটের সংখ্যাটা অপ্রতুল। আবার দ্বিতীয় ওয়ানডেতে স্টেডিয়ামের কয়েক হাজার আসন খালি থাকায়, অনেক ভক্তই ক্ষোভ প্রকাশ করেন।

তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর দাবি পর্যাপ্ত টিকিটই পাচ্ছেন ভক্তরা। সঙ্গে এও আশ্বাস দেন, আগামীতে টিকিট সংগ্রহ করতে ভক্তদের ভোগান্তি কমবে।

তিনি বলেন, টিকিট দর্শকদের কাছেই যাচ্ছে। তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে। ক্রিকেট বোর্ডের সঙ্গে অনেক ক্লাব, বিভিন্ন সংস্থা জড়িত থাকে। তাদের কথা আমাদের মাথায় রাখতে হয়। পরবর্তী ইভেন্টগুলোতে টিকিট সেলিং নিয়ে আলাদা চিন্তা আছে আমাদের।  

কিন্তু টিকিট কিনতে ভোগান্তির শেষ নেই। তাই টাইগার ক্রিকেটের সমর্থকদের আশা, মিরপুরে আগামীতে টাইগারদের খেলা দেখার জন্য বিসিবি আরও কার্যকর পদক্ষেপ নিবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।