মাশরাফি, তাসকিনকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা


প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে নতুন দুই মুখ পেসার মোহম্মদ শহীদ ও ব্যাটসম্যান লিটন কুমার দাস। প্রথম টেস্টের জন্য এই দল দিয়েছে বিসিবি।

ওয়ানডে ও বিশ্বকাপ দলে না থাকলেও, টেস্ট দলে ডাক পেয়েছেন জুবায়ের লিখন ও শুভাগত হোম। তবে, টেস্ট দলে বাকিদের জায়গা দিতে বাইরে যেতে হয়েছে ওয়ানডে অধিনায়ক মাশরাফি, তাসকিন, সাব্বির, ও আরাফাত সানিকে।

এছাড়াও দলের বাকি সদস্যেরা হলেন, অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মুমিনুল, নাসির হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শাহদাত হোসেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খুলনায় অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।