ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে!


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১১ মে ২০১৫

আগেই ঠিক ছিল যে আগামী পাঁচ বছরে আটটি ভারত-পাকিস্তান সিরিজ হবে। এবার এই সিরিজগুলো বাংলাদেশে  আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। ভারত সফরে গিয়ে এই প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ।

২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে।

ভারত সফরে গিয়ে ডালমিয়ার সঙ্গে বৈঠকের পরে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া শাহরিয়ার সাংবাদিকদের জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য ‘খুবই আগ্রহী’।

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উদ্ধৃত করে পিসিবি প্রধান জানান, বিসিবি ভারত-পাকিস্তান ম্যাচগুলোর জন্য দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামের নিশ্চয়তা দিয়েছে।
“বাংলাদেশ খুবই আগ্রহী এবং আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। তারা (বিসিবি) আমাকে বলেছে, কেন আমরা আরব আমিরাতে যাচ্ছি যখন বাংলাদেশেই তা আয়োজন করা যায়। এর আগে বিসিবি গত অক্টোবরে পাকিস্তানের সিরিজগুলো বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।