পাকিস্তানের জরিমানা : বাংলাদেশের উন্নতি
ওয়ানডে, টি-২০ এর পর সিরিজের দ্বিতীয় টেস্টে এসে প্রথম জয়ের দেখা পায় পাকিস্তান। তবে জয়টা মধুর হল না পাকিস্তানের। সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে।
ম্যাচ রেফারি জেফ ক্রো, আইসিসির বিধি অনুযায়ী অধিনায়ক মিসবাহ-উল হকের ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের অন্যদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন। একই ম্যাচে তামিম ইকবালকে আউট করার পর মাত্রাতিরিক্ত আগ্রাসী অঙ্গভঙ্গি করার জন্য পেসার ইমরান খানকে সতর্ক করেছেন ম্যাচ রেফারি।
পাকিস্তানের জরিমানার দিনে টেস্ট সিরিজ হেরেও ১ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, কোনো পয়েন্ট যোগ হয়নি পাকিস্তানের। ক্রিকেটারদের ব্যক্তিগত র্যা ঙ্কিংয়ে পরিবর্তন এসেছে টেস্ট সিরিজের পর। মোহাম্মদ হাফিজ খুলনায় ডাবল সেঞ্চুরি করলেও গোটা সিরিজের হিসাবে তাঁর অবনমন হয়েছে এক ধাপ, নেমেছেন ৩৫তম অবস্থানে। অন্যদিকে আজহার আলী পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ১৬তে, সরফরাজ আহমেদও চার ধাপ এগিয়ে ২২তম।
টাইগার ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান, খুলনায় ডাবল সেঞ্চুরির কল্যাণে র্যা ঙ্কিংয়ে এগিয়ে গেলেও ঢাকা টেস্টে খুব একটা ভালো করতে না পারায় তামিম ইকবালের অবনতি হয়েছে তিন ধাপ। নড়চড় হয়নি মমিনুল হকের অবস্থানের।
এমআর/আরআইপি