সাকিবের সঙ্গে গেম খেলার সুযোগ


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১১ মে ২০১৫

বিশ্বের এক নম্বার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে গেম খেলার সুযোগ করে দিচ্ছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। ইন্টারনেট ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগ নিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।

আইসিটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সোমবার ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ের টাইগারস ডেনে নতুন একটি ক্যাম্পেইন উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ক্যাম্পেইনটির আওতায় ৫ মাস বাংলালিংক দেশের ২০০ টি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অ্যাক্টিভেশন কর্মসূচি পরিচালনা করে তরুণদের ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করা হবে। একই সঙ্গে তাদের জন্য ক্যাম্পেইনে থাকছে উপহার এবং আকর্ষণীয় ডেটা অফার।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসসমূহে অ্যাক্টিভেশন কর্মসূচি পরিচালনাকালে প্রথমবারের মতো লিপ মোশন গেমসহ বিশেষভাবে ডিজাইনকৃত কিছু গেম উপস্থাপন করা হবে। এর ফলে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের খ্যাতনামা ক্রিকেটার ও বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের সঙ্গে গেম খেলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলালিংকের চীফ এক্সিকিউটিভ অফিসার জিয়াদ শাতারা, চীফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, সিনিয়র ডিরেক্টর তাইমুর রহমান এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।