পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজে আহত আম্পায়ার!


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৮ মে ২০১৫

অনেক নাটক, সংশয়ের পর শেষ পর্যন্ত তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে জিম্বাবুয়ে। তবে এই সিরিজ পরিচালনার জন্য কোনো আম্পায়ার বা ম্যাচ কর্মকর্তাকে পাকিস্তানে পাঠাবে না আইসিসি। এমন অবস্থায় ২০০৯ সালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েও বেঁচে যাওয়া আহসান রাজাকে এ সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব দিয়েছে পিসিবি।

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান দলের বাসে সন্ত্রাসীদের হামলার পর আর কোন টেস্ট  খেলা দেশ পাকিস্তান সফর করেনি। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে জিম্বাবুয়েকে এ সফরের জন্য রাজি করিয়েছে পিসিবি। সে হামলায় আম্পায়ারের দায়িত্বে থাকা আহসানের শরীরে কয়েকটি গুলি বিদ্ধ হয়েছিল। মাসখানেক মৃত্যুর সঙ্গে লড়াই করে কোনোরকমে প্রাণে বেঁচে যান তিনি।

এ সম্পর্কে পিসিবি জানিয়েছে, এ সিরিজে তাঁর সঙ্গে আম্পায়ার হিসেবে আরো থাকবেন আলীম দার, শোজাব রাজা, আহমেদ শাহাব ও খালিদ মাহমুদ। আসবেন জিম্বাবুয়ের আম্পায়ার রাসেল টিফিনও।

এদিকে, জিম্বাবুয়ে দলকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান। ২২ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের সব ম্যাচই হবে লাহোরে। মঙ্গলবার জিম্বাবুয়ে দলের পাকিস্তানে পৌঁছানোর কথা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।