রোনালদোর হ্যাট্রিক : রানার্স আপ রিয়াল মাদ্রিদ
ক্রিষ্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে এ মৌসুমে লা লিগায় রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে রিয়ালকে। গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
এস্পানিওলের মাঠে প্রথমার্ধে দু`দলই গোলের দেখা না পেলেও, দ্বিতীয়ার্ধে আপন রূপে ফেরেন পর্তুগিজ তারকা রোনালদো। তার গোলেই ৫৯ মিনিটে লিড নেয় মাদ্রিদ। এরপর মার্সেলোর গোলে রিয়ালের লিড দ্বিগুন হলেও, ম্যাচের ৮৩ ও ৯০ মিনিটে গোল করে লা-লিগার ইতিহাসে ২৬তম আর এ মৌসুমে সর্ব্বোচ্চ ৪৫ গোল পূরণ করেন সিআর সেভেন।
এমআর/আরআইপি