বার্সাকে বিদায় বললেন জাভি


প্রকাশিত: ১০:৫০ এএম, ২০ মে ২০১৫

স্টিভেন জেরার্ডের দেখানো পথে হাঁটলেন বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। এবারের মৌসুম শেষে বার্সেলোনা থেকে বিদায় নিচ্ছেন এই মিডফিল্ডার। স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জাভি।

১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে বার্সেলোনায় পা রাখা জাভি বেড়ে ওঠেন বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা ‘লা মেসিয়া’য়। ১৯৯৭ সালে জায়গা পান বার্সেলোনার ‘বি’ দলে। কাতালানদের মূল দলে সুযোগ পেতেও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। পরের বছরই মূল দলে অভিষেক হয় জাভির। তার পর থেকে ধীরে ধীরে নিজেকে পরিণত করে আজ তিনি বার্সার মাঝমাঠের মধ্যমণি।

বার্সেলোনার অনেক সাফল্যের সাক্ষী জাভি। কাতালানদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ, আটটি স্প্যানিশ লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি। বার্সা এবারের লা লিগার শিরোপা জিতেছে জাভির নেতৃত্বেই।

ফুটবলকে অবশ্য এখনই বিদায় জানাচ্ছেন না ৩৫ বছর বয়সী জাভি। বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছর কাটানোর পর কাতারে পাড়ি জমাতে যাচ্ছেন স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।