জিম্বাবুয়ের প্রশংসায় আফ্রিদি


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২১ মে ২০১৫

দীর্ঘ ছয় বছর পর প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশ হিসেবে পাকিস্তান সফরে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাকিস্তানের ভক্তরা যারা বহুদিন ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট দেখা থেকে বঞ্চিত, তারা জিম্বাবুয়ের প্রশংসায় পঞ্চমুখ। এবার তাদের দলে যোগ দিলেন পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।

এ সম্পর্কে তিনি বলেন, জিম্বাবুয়ে দল সত্যিই সাহসী। তাদের সাহসের প্রশংসা করতে হয়। তিনি আরও বলেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে, এটা ভেবে আমি খুবই আনন্দিত। এটা আসলে ঠিক এরকম- ছয় বছর পর পাকিস্তানের ক্রিকেটে বসন্ত ফিরছে।

 ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাকিস্তানে অবতরণ করে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বহনকারী বিমান। তাদেরকে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত পাকিস্তান। এ সফরে জিম্বাবুয়ে দুটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।