তৃতীয় রাউন্ডে মারিয়া শারাপোভা
বিজয়রথ ছুটে চলেছে মারিয়া শারাপোভার। বুধবার কোন রকম অঘটন না ঘটিয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রুশ সুন্দরী।
ঠাণ্ডা লেগে অসুস্থ শরীর নিয়েও ফেড কাপের পার্টনার ভিতালিয়া দিয়াচেঙ্কোকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তিনি। ম্যাচের ফল ৬-৩, ৬-১। দ্বিতীয় রাউন্ডে মোট আপটি আনফোর্সড এরর করেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই মাশা।
২০০৫ থেকে ২০০৭ টানা তিন বছর ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন জাস্টিন হেনিন। তার পর টানা দু’বার ক্লে-কোর্টে চ্যাম্পিয়ন হতে মরিয়া শারাপোভা। তৃতীয় রাউন্ডে সামান্তা স্টসুরের মুখোমুখি হবেন তিনি।
প্রথম রাউন্ডে জয়ের পর কোর্টে দাঁড়িয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছিলেন শারাপোভা। এরফলে তাকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি গ্যালারিতে উপস্থিত দর্শক। তবে কোনও বির্তকই কোর্টের ভিতর তার ফর্মকে প্রভাবিত করতে পারেনি।
এসএইচএস/আরআই