বাংলাদেশ সফরের আগে হানিমুনে ব্যস্ত রায়না


প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ৩১ মে ২০১৫

বাংলাদেশ সফরের আগে নিজের হানিমুনটা সেরে ফেলছেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার সুরেশ রায়না। বিশ্বকাপ শেষ করেই নতুন জীবন শুরু করেন তিনি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত হয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাননি রায়না।

বিশ্বকাপ খেলে এসেই মায়েরই ঠিক করা পাত্রী প্রিয়াঙ্কা চৌধুরীকে বিয়ে করেছেন হাসিখুশি লাজুক স্বভাবের রায়না। এপ্রিলের শুরুর দিকে হাই ভোল্টেজ সেই বিয়েতে সপত্নীক মহেন্দ্র সিং ধোনি, বিরাট-অনুষ্কা জুটি ছাড়াও ভারতীয় ক্রিকেটের অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন। এছাড়াও চেন্নাই সুপার কিংস দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইপিএল শেষে ভারতীয় দল আসছে বাংলাদেশ সফরে। আর সেই দলে রয়েছেন সুরেশ রায়না। তবে তার মাঝে দিন কয়েকের বিশ্রাম। আর সেই সুযোগে স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে হনিমুন সেরে নিতে এখন প্যারিসে ব্যস্ত রায়না।

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।