কোপা আমেরিকা : কলম্বিয়ার চূড়ান্ত দল ঘোষণা


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০১ জুন ২০১৫

কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে কলম্বিয়া। দলের নেতৃত্বে থাকবেন তারকা স্ট্রাইকার ফ্যালকাও।

ব্রাজিল বিশ্বকাপে যে দলটি খেলেছে, সেই দলে তেমন কোনো পরিবর্তন আনেন নি কোচ হোসে পেকারম্যান। যদিও ইনজুরির কারণে বেশ ক`জন ফুটবলারের দলে সুযোগ হয়নি। দলের নেতৃত্বে থাকবেন তারকা স্ট্রাইকার ফ্যালকাও। ডেভিড অস্পিনার সঙ্গে গোলরক্ষক হিসেবে আছেন ভারগাস ও বনিল্লা। আর রক্ষণে বহুল আলোচিত কামিলো জুনিগার সঙ্গে আছেন যাপাতা, আরিয়েসরা।

এছাড়া মাঝ মাঠ সামলাবেন হামেস রদ্রিগেজ, কার্লোস সানচেজ, কুয়াদ্রাদোরা। আর লস ক্যাফোতোরেসদের আক্রমণভাগও বেশ শক্তিশালী। ফ্যালকাওয়ের সঙ্গে আছেন দারুণ ফর্মে থাকা কার্লোস বাক্কা, জ্যাকসন মার্টিনেজরা। এবারের কোপা আমেরিকায় সি গ্রুপে কলম্বিয়ার প্রতিপক্ষ ব্রাজিল, পেরু এবং ভেনেজুয়েলা। ১৪ জুন ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ২০০১ সালের চ্যাম্পিয়নরা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।