জিম্বাবুয়ে সিরিজ শেষ রাইডুর
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন আম্বাতি রাইডু। তার পরিবর্তে দলের সাথে যোগ দিচ্ছেন সাঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র মেডিকেল দল নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান পেশীতে টান পেয়ে ইনজুরিতে পড়েন রাইডু। ডান পেশীতে টান পড়ায় আগামী দুই থেকে তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। পুরো সিরিজে আর খেলা সম্ভব নয়। ইন্ডিয়া নির্বাচক কমিটি সে কারণেই বাকি সিরিজের জন্য রাইডুর পরিবর্তে স্যামসনের দলভূক্তি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এরই মধ্যে ২-০ এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে নিয়েছে সফরকারী ভারত।
এমআর/আরআইপি