এবার টেস্ট র‌্যাংঙ্কিং কমানোর সুযোগ টাইগারদের


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২০ জুলাই ২০১৫

ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ের পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এসেছে টেস্ট র‌্যাংঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজে জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমবে টাইগারদের।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে বাংলাদেশ যদি সবকটি ম্যাচ জিততে পারে, তবে আইসিসি টেস্ট র‌্যাংঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২৮ রেটিং পয়েন্টে ব্যবধান কমিয়ে ফেলবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং পয়েন্ট ৮১, তাদের পরেই বাংলাদেশের পয়েন্ট ৪১। টেস্ট র্যাডঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারালে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে যাবে ১২, আর ১-০ ব্যবধানে জিতলে ১০। যদি ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয় তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৭-এ পৌঁছাবে।

অন্যদিকে, ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজ হারলে ১১ রেটিং পয়েন্ট হারাবে। আর ১-০ ব্যবধানে হারলে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১২১-এ নেমে আসবে। যদি ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়, তখন দক্ষিণ আফ্রিকার রেটিং কমে দাঁড়াবে ১২৫-এ।

বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ৫৩, দক্ষিণ আফ্রিকার ১১৯।

বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ৫১, দক্ষিণ আফ্রিকার ১২১।

দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ১৩২, তখন বাংলাদেশের ৪০।

দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ১৩০, তখন বাংলাদেশের ৪২।

সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪৭, দক্ষিণ আফ্রিকার ১২৫।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।