এশিয়ান চ্যাম্পিয়নশিপে অষ্টম বাংলাদেশের মনিরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০২১

সকালে উজবেকিস্তান পৌঁছে বিকেলেই প্রতিযোগিতায় নামতে হয়েছিল বাংলাদেশের নারী ভারোত্তলক কাজী মনিরাকে। এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরে এভাবে অংশ নেয়ার ফল যা হওয়ার তাই হয়েছে।

বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী মনিরা কাজী উজবেকিস্তানে হয়েছেন অষ্টম। ৮১ কেজিতে তিনি স্ন্যাচে ৬৫ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯০ কেজি তুলেছেন। মোট ১৫৫ কেজি উত্তোলন করেছেন।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে এ ইভেন্টে স্বর্ণ জেতা দক্ষিণ কোরিয়ান ভারোত্তলক তুলেছেন মোট ২৩৬ কেজি (১০৩+১৩৩)। রৌপ্য জেতা কাজাখস্তানের ভারোত্তলক তুলেছেন মোট ২৩২ কেজি (১০৪+১২৮) এবং ব্রোঞ্জ জেতা তুর্কমেনিস্তানের ভারোত্তলক তুলেছেন মোট ২১৮ কেজি (৯৬+১২২)।

বাংলাদেশের আরেক ভারোত্তলক জিয়ারুল ইসলামের ইভেন্ট শনিবার।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।