একই দলে সানিয়া-ফেদেরার
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং সাবেক এক নম্বর টেনিস তারকা রজার ফেদেরার আসন্ন আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) একই দলে খেলবেন।
ফেদেরারের সঙ্গে একই দলে চুক্তিবদ্ধ হতে পেরে খুবই আনন্দিত সানিয়া। বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা ভারত ও এশিয়ার টেনিসের জন্য খুবই ভাল হবে। আর ফেদেরারের সঙ্গে একই দলে থাকায় আমি অত্যন্ত আনন্দিত।’
সম্প্রতি চোটের জন্য এটিপির ট্যুর ফাইনালে খেলতে পারেননি ১৭টি গ্ল্যান্ডস্লাম জয়ী সুইস তারকা রজার ফেদেরার। তবে চোট কাটিয়ে খুব শিগগিরই তিনি কোর্টে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সানিয়া।
উল্লেখ্য, ফেদেরার ছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন নোভাক জকোভিচ, এ্যান্ডি মারে, পিট সাম্প্রাসরা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চারটি দলের হয়ে খেলবেন এই টেনিস প্লেয়াররা। ফেদেরার ও সানিয়া খেলবেন দিল্লির হয়ে।