সাঁতারে সেমিফাইনালে বাংলাদেশের নাহিদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৩ আগস্ট ২০২২

তুরস্কে চলতি পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মাহমুদুন নবী নাহিদ। শনিবার তিনি ৩ নম্বর হিটে ৭ নম্বর লেনে সাঁতরিয়ে পঞ্চম হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

মাহমুদুন নবী নাহিদ সময় নিয়েছেন ৫৬.২০ সেকেন্ড। বাংলাদেশ সময় রাত ৯ টা ৫৪ মিনিটে সেমিফাইনালে অংশ নেবেন বাংলাদেশের এই সাঁতারু।

ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই জন সাঁতারু। অন্যজন হচ্ছেন-আসিফ রেজা। ১১ ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নিচ্ছে পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে।

এরই মধ্যে বাংলাদেশ শেষ করেছে অ্যাথলেটিকস, টেবিল টেনিস, হ্যান্ডবল, জিমন্যাস্টিক। এখনো বাকি আছে ভারোত্তোলন, কুস্তি, কারাতে, শ্যুটিং, ফেন্সিং, সুইমিং ও আরচারি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।