সাকিবদেরকে ১৮৩ রানের লক্ষ্য দিল তামিমরা
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের করাচি কিংসকে ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম ইকবালের পেশোয়ার জালমি। মোহাম্মদ হাফিজ, তামিম ইকবাল এবং কামরান আকমলের অসাধারণ ব্যাটিং নৈপুন্যের ওপর ভর করেই ৪ উইকেট হারিয়ে পেশোয়ার সংগ্রহ করে ১৮২ রান।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পেশোয়ারের অধিনায়ক শহিদ আফ্রিদি। ব্যাট করতে নেমে তামিম আর মোহাম্মদ হাফিজ মিলে ১০.৩ ওভারেই উদ্বোধনী জুটিতে তুলে নেয় ৯৩ রান। এ সময় ৩৫ বলে ৭টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন হাফিজ। রবি বোপারার বলে এলবিডব্লিউ হন তিনি।
৩৫ বলে ৩৭ রান করেন তামিম ইকবাল। তার ইনিংসে ছিল মাত্র ৩টি বাউন্ডারির মার। ২০ বলে ৩০ রান করেন কামরান আকমল। ডেভিড মালান করেন ১২ বলে ১২ রান। শহিদ আফ্রিদি ৯ বলে ১৮ এবং ড্যারেন স্যামি ১০ বলে অপরাজিত থাকেন ১৮ রানে। মাত্র ২ ওভার বল করে ২৬ রান দেন সাকিব আল হাসান। কিন্তু কোন উইকেট নিতে পারেননি। করাচির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রবি বোপারা। ১টি করে উইকেট নেন সোহেল তানভির আর মোহাম্মদ আমির।
আইএইচএস/পিআর