প্রথম ফ্র্যাঞ্চাইজি হকিতে চ্যাম্পিয়ন একমি চট্টগ্রাম

দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে একমি চট্টগ্রাম। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে মোনার্ক পদ্মাকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ছিল ২-২ গোলে ড্র।
১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানি খেলোয়াড় মিয়া তানিমিতসুর গোলে এগিয়ে যায় মোনার্ক পদ্মা। ৪৩ মিনিটে ফিল্ড গোল করে ম্যাচে সমতায় ফেরে একমি চট্টগ্রাম। গোল করেছেন আরশাদ হোসেন।
৪৪ মিনিটে রাজিব দাসের পাশ থেকে আরশাদের হিট দারুণভাবে রুখে দেন মোনার্ক পদ্মার গোলরক্ষক। পরের মিনিটেই কৃষ্ণা কুমার থেকে ভারতীয় সাইফ খান গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মোনার্ক পদ্মা।
মোনার্ক পদ্মার ডাগআউট ও সমর্থকরা যখন শিরোপা জয়ের উদযাপনের চেষ্টা করছিলেন ঠিক তখনই ম্যাচে ফিরে আসে চট্টগ্রাম। একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে দেবিন্দার বালমিকির ফ্লিকে স্টিকে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আরশাদ হোসেন।
নির্ধারিত ৬০ মিনিটের খেলা ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় শ্যুটআউটে। পদ্মার নাইমুদ্দিন ও কৃষ্ণ মিস করলে ৪-৩ গোলে শ্যুটআউট জিতে চ্যাম্পিয়ন হয়েছে একমি চট্টগ্রাম।
আরআই/এমএমআর