করপোরেট নারী কাবাডি লিগ

ঢাকা টুয়েলভ-টেকনো মিডিয়া ফাইনাল মঙ্গলবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

প্রথম করপোরেট নারী কাবাডি লিগের ফাইনালে উঠেছে ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়া। মঙ্গলবার পল্টন ময়দান সংলগ্ন কাবাডি স্টেডিয়ামে এই দুই দলের ফাইনাল দিয়ে শেষ হবে লিগের প্রথম আসর।

রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে টেকনো মিডিয়া ২৪-১৮ পয়েন্টে হারিয়েছে নরসিংদী লিজেন্ডসকে। প্রথম কোয়ালিফায়ারে ঢাকা টুয়েলভের বিপক্ষে ২৬-২৩ পয়েন্টে হারা ম্যাচে ভালোই পারফরম্যান্স ছিল নরসিংদী লিজেন্ডসের মেয়েদের। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগেই যেন হেরে বসেছিল তারা।

টেকনো মিডিয়ার স্মৃতি আক্তার ও কচি মন্ডলের অসাধারণ নৈপুণ্যে প্রথম মিনিট থেকেই পিছিয়ে পড়ে নরসিংদী। তারা প্রথমার্ধে পিছিয়ে ছিল ১৬-৮ পয়েন্টে। বিরতির পর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি দলটি নরসিংদীর মেয়েরা। শেষ ১৫ মিনিট কৌশলী খেলে আধিপত্য ধরে রেখে মাঠ ছাড়ে বাদশা মিয়ার শিষ্যরা।

৩১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় টেকনো মিডিয়া ফাইনাল খেলবে ঢাকা টুয়েলভের বিপক্ষে। ব্রিজ ফার্মার ঢাকা টুয়েলভ প্রথম লেগে জিতলেও ফিরতি ম্যাচে টেকনো মিডিয়ার কাছে হেরেছিল। ফলে উপভোগ্য একটা ফাইনাল হওয়ার আভাস রয়েছে।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।