ইংল্যান্ডের বিপক্ষে জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৭ মার্চ ২০২৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে বিধ্বস্ত করে শেষ চারে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক দল।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। এমন দিনে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমরা এই জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি উৎসর্গ করছি।’

ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। তুহিন তরফদার প্রথম রেইডেই এক পয়েন্ট এনে দেন। একের পর এক পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।

খেলার ছয় মিনিটে ঘটে যায় দুঃখজনক ঘটনা। ইংল্যান্ডের এক রেইডারকে ধরতে গিয়ে কপালে আঘাত পান বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান ও রোমান হোসাইন। দু’জনের কপালে একটি করে সেলাই দিতে হয়েছে।

ফলে রাসেল ও রোমানের পরিবর্তে নামানো হয় আরিফ রাব্বানী ও আল আমিনকে। স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও কোনো ছন্দপতন হয়নি তুহিনদের খেলায়। এই দুই ক্যাচারের অভাব অনুভব করতে দেননি অন্যরা।

শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় স্বাগতিকরা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাাংলাদেশের মিজানুর রহমান।

শনিবার গ্রুপের শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে লড়বেন তুহিন তরফদাররা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।