সেনাবাহিনী মহিলা ফুটবল দলের যাত্রা শুরু
বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল বিকেএসপির সঙ্গে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যাত্রা শুরু করেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পরিকল্পনা ও উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই দলটি গঠিত হয়েছে।
সম্পূর্ণ নতুন এ দলটি তাদের অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বিকেএসপিকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টিটি/এমএইচআর/এএসএম