জামিনে মুক্ত জামায়াত নেতা শামসুল ইসলাম
জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মাওলানা আ ন ম শামসুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জাহেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জামায়াত নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে নগর ও জেলার সর্বশেষ সাতটি মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে গত বুধবার জামিননামা আসে কারাগারে। এগুলো যাচাই-বাছাই করে তাঁকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।’
২০১৪ সালে ১২ মে নগরীর দেওয়ান বাজারে অবস্থিত নগর জামায়াতের কার্যালয়ে গোপন বৈঠকের সময় ২২ নেতাকর্মীসহ আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
জীবন মুছা/এসএইচএস/এবিএস