টসে জিতে ব্যাট করছে ভারত
ব্রিসবনে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করছে ভারত। প্রথম দিনের ৪৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪১ রান। মুরালী বিজয় ৭৩ রানে ব্যাট করছে।
ভারত একাদশ
মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি,রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা,ভুবনেশ্বর কুমার, বরুণ অ্যারন,উমেশ যাদব, মুরলী বিজয়।
অস্ট্রেলিয়া একাদশ
স্টিভেন স্মিথ, ক্রিস রজার্স, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, শন মার্শ, মিচেল মার্শ, ব্রাড হাডিন, নাথান লায়ন, মিচেল জনসন, মিচেল স্টার্ক, হ্যযেলহুড।