বাংলাদেশে আসছে পাকিস্তান ও ভারত


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

২০১৫ সালে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামী এপ্রিলে পাকিস্তান, জুনে ভারত আগস্টে অস্ট্রেলিয়া এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে। ভারত ছাড়া বাকি তিন দলই পুরো সিরিজ খেলবে।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারী থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।  ১৯৭২ সাল থেকে মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদ স্মরণে প্রীতি ম্যাচের আয়োজন করে বিসিবি।

বিসিবি সভাপতি পাপন বলেন, আগামী দুই বছর আমাদের খুবই ব্যস্ত সূচি। এর মধ্যে নতুন কিছু যোগ করা কঠিন। এরপরও আগামী বছর আমরা এই ম্যাচটা আরও বড় পরিসরে করার চেষ্টা করব।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।