ক্ষোভ প্রকাশেও কৌশলী রোনালদো (ভিডিও)
মাঠে তার পায়ে কৌশলে পরাস্ত হয় বিপক্ষের গোলরক্ষক। কিন্তু তিনি বাস্তবেও যে অনেক কৌশলী তা হয়তো অনেকরেই অজানা। তবে যরা শনিবার রাতে ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরনী দেখেছেন তারাই হয়তো বিষয়টি লক্ষ করছেন।
বলছিলাম ক্রিস্টিয়ানো রোলানদোর কথা। ক্লাব বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে মিশেল প্লাতিনির সঙ্গে হাত না মিলিয়ে নিজের ক্ষোভের বহি:প্রকাশ ঘটালেন রিয়াল মাদ্রিদের এই প্রাণভ্রমরা।
পুরস্কার বিতরণীতে প্লাতিনি ছাড়াও উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও আরো অনেক ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণীতে রোনালদোর আগেই ছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি যখন প্লাতিনির সঙ্গে হাত মেলালেন তখনই রোনালদো প্লাতিনিকে এড়িয়ে যান।
এবারের ব্যালন ডি’অর পুরস্কারটি কোনো জার্মান ফুটবলারের হাতেই উঠা উচিৎ, প্লাতিনির এমন মন্তব্যের জের ধরেই তার উপর চটেছেন রোনালদো। রোনালদো ও লিওনেল মেসি দুজনই এবারের ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে পিছিয়ে আছে।
প্লাতিনির এই মন্তব্যের পর অনেকেই বলেছিলেন, উয়েফা প্রেসিডেন্ট রোনালদোর ব্যালন ডি’অর না পাওয়ার জন্য প্রচারনা চালাচ্ছেন। রিয়াল কোচ আনচেলত্তিও উয়েফা প্রেসিডেন্টের এ ধরনের আচরনের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।