আন্তর্জাতিক প্রশিক্ষণে বাংলাদেশের আম্পায়াররা


প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

আম্পায়ারদের পারফরম্যান্স উন্নতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে প্রশিক্ষণ করিয়ে থাকে। এবার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিসিবি। বাংলাদেশের আম্পায়ারদের মান উন্নয়নের প্রশিক্ষণ দিতে জানুয়ারিতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ার্স ম্যানেজার ভিন্স ভ্যান ডার।

বাংলাদেশের আম্পায়ারদের মান ভালো নয়! এই অভিযোগ অনেক ক্রিকেট সংগঠকের। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দেন। একই অভিযোগে সোমবার বাঁচা-মরার লড়াইয়ে পারটেক্স মাঠ ছেড়ে দেয়।
 
 আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের আম্পায়ারদের পারফরম্যান্স সন্তোষজনক নয়। এজন্য  ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কোনো আম্পায়ার থাকছেন না। আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের তিনজন আম্পায়ার  হলেন এনামুল হক মনি, শরফৌদ্দলা ইবনে শহীদ সৈকত ও আনিসুর রহমান।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।