হাতিরঝিলে পিকআপ উল্টে আহত ৮
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি সংলগ্ন হাতিরঝিল সড়কে পিকআপ ভ্যান উল্টে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ঈদ উদযাপনের সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তুহিন, মর্তুজা, আব্দুর রহমান, গোলাপ, সজীব, মেহেদী ও অজ্ঞাত শিশু (৮)। আহত অপর একজনের নাম জানা যায়নি।
ঢামেক সূত্রে জানা যায়, রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার কয়েকজন কিশোর ও তরুণ ঈদ উদযাপনের জন্য একটি পিকআপ ভাড়া করে তাতে সাউন্ড সিস্টেম লাগিয়ে হাতিরঝিলে ঘুরতে বের হয়। তাদের বহনকারী পিকআপটি ওই মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এ সময় পিকআপে থাকা ১২ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এআরএ/এমএস