পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপতির শোক


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১০ জুলাই ২০১৫

ময়মনসিংহে পদদলিত হয়ে ২৫ জাকাতপ্রার্থীর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ময়মনসিংহ পৌরসভার কাছে নুরানী জর্দ্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৫ জনের প্রাণহানির ঘটে।

এ ঘটনায় ফ্যাক্টরি মালিকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।