হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. জিকু (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে জিকুর বাবা মো. হাশেন (৪৫)। শনিবার ভোর সাড়ে ছয়টায় হাটহাজারী কলাবাগান এলাকায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) পংকজ বড়ুয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক-সিএনজির সংঘর্ষে সিএনজিতে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিকুকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার বাবার অবস্থাও আশঙ্কাজনক।
জীবন মুছা/এমজেড/এমএস