৭ খুন মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ শেষ


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৮ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপমের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ সময়ের জেরায় তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

সাক্ষ্য গ্রহণ দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কে এম মহিউদ্দিনকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা শুরু করবেন।

সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নুর হোসেন, তারেক সাঈদ, আরিফ, এমএম রানাসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার নির্ধারিত সাক্ষ্য গ্রহণের দিনে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। সাক্ষীকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা।

জানা গেছে, সাত খুনের ঘটনায় গ্রেফতার রয়েছেন ২৩ জন। পলাতক আছেন ১২ জন। সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত এ্যাডভকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলেন ১২৭ জন। এ কারণে উভয় মামলার সাক্ষীদের একই সঙ্গে দুই মামলায় জেরা করা হয়।

সাহাদাত হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।