শাবিপ্রবিতে ভর্তিতে ‘আপাতত’ সব ধরনের কোটা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১২ মার্চ ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতকে ভর্তিতে ‘আপাতত’ সব ধরনের কোটা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে কোন কোটা রাখা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভর্তি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য জাগো নিউজকে বলেন, সভায় সব ধরনের কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য। আলাপ-আলোচনা করে যেসব যৌক্তিক কোটা আছে, সেগুলো রাখার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাঈম আহমদ শুভ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।