চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ৫৮ লাখ টাকা আত্মসাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে ১৫ জনকে চাকরি দেওয়ার নামে প্রায় ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রেজিস্ট্রার অফিসের এক নিম্নমান সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রার অফিসের জেনারেল শাখার কর্মরত নিম্নমান সহকারী মো. এমরান হোসেন ২০২১ সাল থেকে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম বলেন, এমরান হোসেন দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিলেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এছাড়া, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ সিন্ডিকেট গড়ে উঠেছিল, যারা টাকা নিয়ে নিয়োগ দিত। এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা স্বচ্ছতার জন্য নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছি। এখন থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের নাম ব্যবহার করে কেউ যাতে দুর্নীতি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে আছি। যোগ্য প্রার্থীরাই সঠিক নিয়মে নিয়োগ পাবেন।

আহমেদ জুনাইদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।