ইজিবাইকে যাওয়ার সময় ইবি ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১০ এপ্রিল ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ক্যাম্পাসে আসার পথে গলায় রামদা ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে দিনাজপুরের রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, ভোর ৬টার বাস ধরার জন্য সাড়ে ৫টায় একজন পরিচিত ইজিবাইকচালকের সঙ্গে রওয়ানা দেন তিনি। একটি নির্জন পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের থামিয়ে দেন। প্রথমে দুর্বৃত্তরা চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেন এবং তাকে বেঁধে ফেলেন। পরে ভুক্তভোগীর গলায় রামদা ধরে ভয় দেখিয়ে টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা আড়াই হাজার টাকা দিয়ে দেন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে জোর করে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। ইজিবাইকে থাকা ভুক্তভোগীর একটি লাগেজও নিয়ে যায় তারা। ওই লাগেজে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল।

পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে আশ্রয় নেন। তার কাছে থাকা মোবাইলফোনটি নিতে পারেননি ছিনতাইকারীরা। পরবর্তী সময়ে বাড়িতে যোগাযোগ করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি সবসময় ওই রাস্তায় একাই যাতায়াত করি। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি। তবে এখন নিরাপদে আছি।’

তবে এ ঘটনায় ওই ছাত্রী থানায় কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।