বর্ণাঢ্য আয়োজনে শেকৃবিতে বর্ষবরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৩:২৯ এএম, ১৫ এপ্রিল ২০২৫
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে র‌্যালি বের হয়

বর্ণাঢ্য আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে এক র‌্যালি বের হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এরপর চলে আলোচনা সভা।

jagonews24.com

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি- জুলাই অভ্যুত্থানের সেসব বীর শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যদি আমরা হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই তাহলে আশা করি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। আমাদের প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক অধিকার, জনগণের অধিকার। তবেই জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন তাদের ঋণ শোধ করতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো রম্য বিতর্ক, কোরিওগ্রাফি, নাটিকা, নাচ-গান ও স্টল সাজিয়ে দেশীয় ঐতিহ্য তুলে ধরে।

এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে বাঁধন। শেকৃবির ইন্টারন্যাশনাল সংগঠন ইয়াস বাংলাদেশ স্টল সাজিয়ে তুলে ধরার চেষ্টা করে বাংলাদেশের ঐতিহ্যকে। শেকৃবি কৃষি ক্লাব তুলে ধরে গ্রাম বাংলার ঐতিহ্য। একই সঙ্গে ছিল বাহারি দেশীয় খাবারের আয়োজন।

সাইদ আহম্মদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।