রোববার থেকে বেরোবিতে ৯ দিনের ছুটি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়/ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে ক্লাস ও পরীক্ষা এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অফিস ছুটি থাকবে। ৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও অফিস চালু হবে।

তবে ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সব জরুরি সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এসময় বেরোবির সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের করতে হবে।’

ফারহান সাদিক সাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।