নোয়াখালীতে হামলার প্রতিবাদে চবিতে শিবিরের কোরআন বিতরণ
নোয়াখালীতে দারসুল কোরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। পাঁচ হাজার কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কোরআন বিতরণ করা হয়।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী বলেন, ‘আমি মুসলিম হিসেবে কোরআন পড়তে পারি না, এটা আমার দুর্বলতা। আজ ছাত্রশিবিরের উদ্যোগের ফলে কোরআন নিতে পারছি। এর মাধ্যমে আমি কোরআন পড়ার সুযোগ পেয়েছি।’
রাজনীতি বিজ্ঞান বিভাগের নাইমুদ্দিন বলেন, ‘সবার কাছে অর্থসহ কোরআন থাকে না। এখানে অর্থসহ কোরআন বিতরণ করা হচ্ছে। এটা অবশ্যই ভালো উদ্যোগ।’

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমাদের হাতে পাঁচ হাজার কোরআন আছে। আজ সেগুলো বিতরণ করবো। যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, আমরা ততক্ষণ বিতরণ করবো।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের এ কর্মসূচির আয়োজন আগেই নেওয়া হয়েছিল। তবে চাকসুর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, এজন্য করা হয়নি।’
ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘গতকাল নোয়াখালীতে দারসুল কোরআন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমরা সেটির নিন্দা ও প্রতিবাদস্বরূপ আজ কোরআন বিতরণ করছি।’
সোহেল রানা/এসআর/এএসএম