রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১৭ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি। সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সভাপতিত্ব করবেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সিন্ডিকেট রুমের সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য এ কথা জানান।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলি বলেন, মহামান্য রাষ্ট্রপতি সমাবর্তনের সম্মতি দিয়েছেন। সমাবর্তনের সভাপতিত্ব করবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এছাড়াও সমাবর্তনের স্পিকার হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলমান।

এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারিত থাকলেও ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।