বিটেক খুলছে আজ
ঈদুল ফিতরের ছুটি শেষে টাঙ্গাইলের কালিহাতিস্থ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) খুলছে আজ (বুধবার)। টানা ১৭ দিন ক্যাম্পাসে ছুটি চলার পর আজ থেকে বিটেকে সব ধরনের দাফতরিক এবং অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিটেক প্রশাসন।
বিটেক প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী বর্ষ সমাপনীর বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
এদিকে ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির আবাসিক হলগুলো গত রোববার খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৭ জুন থেকে বিটেকে ঈদের ছুটি শুরু হয়। যা এ মাসের ১২ তারিখ পর্যন্ত চলে।
বিএ