নোবিপ্রবিতে সংঘর্ষ : ৬ ছাত্র বহিষ্কার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন, আবদুল হামিদ বাপ্পি (ফার্মেসি বিভাগ, চতুর্থ ব্যাচ), নাসির আহম্মেদ রানা (ইংরেজী বিভাগ, অস্টম ব্যাচ), সাইফুল হক রুপু (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, অস্টম ব্যাচ), সাজ্জাদ শিহাব (ইংরেজী বিভাগ, অষ্টম ব্যাচ), জাহিদুর রহমান নাইম (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১০ ব্যাচ) এবং নাসির হোসেন (অর্থনীতি বিভাগ, ১০ ব্যাচ)।
উল্লেখ্য, বিজ্ঞাান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের আবদুল হামিদ রানা ও সাজ্জাদ প্রমেল গ্রুপের মধ্যে শনিবার বিকেলে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ আহত হয়।
আহতদের মধ্যে বিপ্লব রিতু হাছান ও রফিককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
ঘটনার পর পরই পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় পাভেল ও মুন্না নামের ২ জনকে আটক করা হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
মিজানুর রহমান/এফএ/এমএস