ইবিতে প্রথম আইন অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম আইন অ্যালামনাই সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। নবীন প্রবীণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় রূপ নেয়।
ক্যাম্পাস ও বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮৭ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ও মুসলিম বিধান বিভাগের যাত্রা শুরু। এরপর পেরিয়ে গেছে ৩০ বছর। সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন আদালতে জজ, সহকারী জজ এবং সুপ্রিম কোর্টসহ বিভিন্ন কোর্টে এমনকি দেশের বাইরেও আইন পেশায় নেয়োজিত রয়েছেন।
তাদের এবং বর্তমান শিক্ষাার্থীদের মেলবন্ধন ঘটাতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
বিভাগীয় সভাপতি অধ্যাপক জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষার্থী শাহিদা আক্তার আশার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক নুরুন নাহার প্রমূখ।
ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/পিআর