বাকৃবির প্রথম ইমেরিটাস অধ্যাপক সাত্তার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডলকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রথম ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে তাকে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক ড. সাত্তার মণ্ডল বাকৃবি থেকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন (১৯৭২-১৯৭৪) তিনি। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি কৃষি অর্থনীতিতে ১৯৭৯ সনে পিএইচডি ডিগ্রি লাভ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল স্ট্যাডি করেন (১৯৮৭-৮৮)। বাকৃবির ২১তম উপাচার্য ছিলেন তিনি।
এর আগে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রবীণতম অধ্যাপক হিসেবে কৃষি অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন ড. সাত্তার। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার কয়েকশ গবেষণামূলক প্রবন্ধ, বই, সেমিনার পেপার এবং জনপ্রিয় নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ জার্নাল অব এগ্রিকালচারাল ইকোনোমিক্স`র সম্পাদক ছাড়াও ইন্টারন্যাশনাল জার্নাল অব ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ-সিস্টেমের সদস্য ছিলেন তিনি।
ড. সাত্তার বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির পদ অলংকৃত করা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন পেশাগত সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
শাহীন সরদার/এআরএ/জেআইএম