জবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুলাই) রাত ৯টায় ওই হামলায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাঁখারীবাজার সড়কের প্রবেশমুখে বহিরাগত কিছু ছেলে মদ্যপ অবস্থায় জোরে হর্ন বাজিয়ে বাইক চালাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জবির ৩ শিক্ষার্থী তৌফিক, কামরুল ও মারুফ প্রতিবাদ করেন।

কিছুক্ষণ পর তারা আরও অনেকজনকে নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এতে তৌফিক, কামরুল ও মারুফ গুরুতর আহত হন। পরে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।