ঢাকা কলেজের আরও ২ শিক্ষক করোনায় আক্রান্ত

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৮ আগস্ট ২০২০

ঢাকা কলেজের আরও দুই শিক্ষক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কলেজের মোট ২৫ জন শিক্ষক ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, করোনায় আমাদের আরও দুজন শিক্ষক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত শিক্ষকের সংখ্যা ২৫ এ দাঁড়াল। তবে আক্রান্ত শিক্ষকদের মধ্যে কোয়ারেন্টাইন মেনে এবং চিকিৎসা নিয়ে ২৩ জনই সম্পূর্ণ সুস্থ হয়েছেন। নতুন করে আক্রান্ত এই দুজন চিকিৎসাধীন।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই আক্রান্ত শিক্ষকদের সার্বিক খোঁজখবর এবং সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শিক্ষকরা করোনায় আক্রান্ত হওয়ার ফলে কলেজের অনলাইন ক্লাসে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, আমাদের অনলাইন ক্লাস চলমান এবং করোনার সংকটকালীন পুরো সময়ই অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যারা অনলাইন ক্লাস নিয়েছেন তারা কেউ আক্রান্ত হননি। তবে বাড়তি সতর্কতার জন্য অনলাইন ক্লাসগুলো শিক্ষকরা বাড়িতে বসেই সম্পন্ন করছেন। এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।