একুশের সাজে যবিপ্রবি ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:০৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন- ‘বির্বতন যশোর’ এর যবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনের সর্বত্র এখন রংতুলির ছাপ। বর্ণিল আল্পনা ও মিনার সংলগ্ন ক্যাম্পাসের সীমানা প্রাচীরে চিত্র অঙ্কন করায় নতুন এক রূপ পেয়েছে শহীদ মিনার প্রাঙ্গন।

এছাড়াও ক্যাম্পাসের প্রতিটা স্থানে ফুটেছে রঙ-বেরঙের ফুল। সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্যে ছেয়ে গেছে গোটা বিশ্ববিদ্যালয়।

jagonews24

আজ থেকে যবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ কর্মসূচির প্রথম দিন শনিবারে (২০ ফেব্রুয়ারি) থাকছে উপাচার্যের উপস্থিতিতে রাত ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গল প্রদীপ প্রজ্বলিতকরণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাত ৯টা থেকে চলবে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নাটক ও অভিনয়। রাত ১১টা থেকে চলবে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা।

jagonews24

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপাচার্যের নেতৃত্বে যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি সকাল সাড়ে ৬টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় প্রশাসনিক ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরি এবং বাদ যোহর যবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।