করোনায় মারা গেলেন বাঙলা কলেজের অধ্যাপক আবুল খায়ের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মেহাম্মদ আবুল খায়ের (খায়ের সামাদী)৷ বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন৷

স্বাস্থ্যবিধি মেনে বাঙলা কলেজে প্রয়াত প্রফেসর মেহাম্মদ আবুল খায়েরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে৷ পরে দাফনের উদ্দেশ্যে মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে৷

১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচে যোগ দেন প্রফেসর খায়ের৷ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অধ্যাপকের জন্ম ও বেড়ে ওঠা সুফি পরিবারে৷ তিনি সুফিজমের উপর একাধিক বই লিখেছেন৷ বইমেলায় প্রকাশিত তার সর্বশেষ বই ‘সুফিকোষ’ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে৷

গুণী এই অধ্যাপকের অকাল মৃত্যুতে সরকারি বাঙলা কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও ঢাকা কলেজ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে৷

নাহিদ হাসান/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।